EN | BN

নাদিয়া সুলতানা

হ্যান্ডিক্রাফটস বিজনেস ওনার, পাবনা

করোনার সময় স্বামী ও বাবার চাকরি চলে গেলে নাদিয়া অনলাইন বিজনেস শুরু করেন হাতের কাজের পণ্য নিয়ে। ৩ জন মেয়েকে নিয়ে শুরু করে এখন প্রায় ৪০ জন মেয়ের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তিনি। নিজেই কাজ করে বাবার ঋণ পরিশোধ করেছেন আর একইসাথে দুঃস্থদের দানও করেছেন। পরিবারের কঠিন সময়ে পাশে থেকে সাপোর্ট দেয়ার পাশাপাশি সবাইকে চেনাতে পেরেছেন নিজের নামটাও।