EN | BN

রিন নামকরা নারী সম্পর্কে

বাংলাদেশে নারীদের দীর্ঘকাল ধরে শুধুমাত্র অন্যের পরিচয়ে দেখা হয়েছে - কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো স্ত্রী হিসেবে। রিন সবসময় একজন নারীর নিজস্বতায় আস্থা রাখে এবং তার লক্ষ্য অর্জনে ও আকাঙ্ক্ষা পূরণে তাকে সমর্থন করে।

রিন বিশ্বাস করে যে, প্রত্যেক নারীর একক সত্তা তাকে তার ব্যাক্তিগত পরিচয়ে পরিচিত হবার অধিকার দেয়। তার সবচেয়ে গুরত্বপূর্ণ পরিচয়, তার নাম।

তাই নারীর নাম কে রাঙিয়ে তুলতেই তৈরি হয়েছে "রিন নামকরা নারী প্ল্যাটফর্ম"।

এটি একটি অনলাইন কমিউনিটি যেখানে মানুষ খুঁজে পেতে পারে এমন কিছু নারীদের যারা বিভিন্ন ক্ষেত্রে পণ্য ও সেবা দিয়ে অন্যদের জীবনে উন্নয়ন ঘটায়। যে সকল নারী তাদের নিজস্ব প্রতিভা ও দক্ষতা দিয়ে তাদের নামের পরিচয় দিয়েছে, এই নেটওয়ার্কিং প্লাটফর্মে আমরা তাদের কে স্বীকৃতি দিতে চাই।

১৮ বছর বা তার ঊর্ধ্ব বয়সী সকল নারী, তার কোন ক্ষুদ্র প্রচেষ্টার বা কোনো বড় কিছু করার গল্প এখানে জমা দিতে পারবেন। আপনি অন্য যে কোনো অনুপ্রেরণামূলক নারীর গল্প এখানে মনোনীত করার সুযোগ পাবেন। গল্পের এন্ট্রিগুলো শুরুতে বাছাই ও মূল্যায়ন করা হবে। একবার তা স্ক্রীনিংয়ের মাধ্যমে উত্তীর্ণ হয়ে গেলে, সেগুলি প্রাথমিকভাবে প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে। তাছারা, নির্বাচিত নারীদের নিম্নলিখিত উপহার দেওয়া হবে:

  • ১. একটি ক্রেস্ট এবং একটি ব্যক্তিগত ভিসিটিং কার্ড
  • ২. জাতীয় পত্রিকায় তার জয়ের গল্প প্রচার করা হবে
  • ৩. ইন্টারনেটে একটি ফিচার স্টোরি

আপনার গল্প লিখুন, এবং রিন নামকরা নারীতে আপনার নাম উজ্জ্বল করুন।

Video Thumbnail

কিছু সাফল্যের গল্প

আপনার নাম করার গল্প শোনাতে চান ?

রেজিস্ট্রেশন করুন
রেজিস্ট্রেশন করুন