EN | BN

মুনা লাইলা খান

উদ্যোক্তা, বরিশাল

বরিশালের মুনা লাইলা খান এক সফল নারী উদ্যোক্তা। তিনি জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর একজন সদস্য। এর পাশাপাশি, তিনি পাট ভিত্তিক প্রোডাক্ট রপ্তানি করে বেশ সুনামও অর্জন করেছেন। তিনি বাইরে থেকে পড়াশোনা করে এসে সেখান থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশেই প্রতিষ্ঠা করেছেন বিশ্বমানের ফুড কেটারিং সার্ভিস। এছাড়াও, তার নতুন উদ্যোগ, “খেদমতায়ন”, অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তিনি তার শিক্ষাজীবন অত্যন্ত সফলতার সাথে পার করেছেন। বিএড, আইইএলটিএস, বা বিদেশে উচ্চতর শিক্ষা - সকল ক্ষেত্রেই তিনি তার মেধার পরিচয় দিয়েছেন। তিনি দেশে ফিরেও সকল কাজ সর্বোচ্চ সফলতার সাথে করে যাচ্ছেন এবং এতে তিনি অত্যন্ত গর্ববোধ করেন। প্রথমে তার নিজের বাবা আর বিবাহর পর তার স্বামীর নামে পরিচিত হলেও এখন কাজের উদ্দীপনা এবং এগিয়ে যাওয়ার প্রেরনার জন্য তিনি সকলের কাছে এক বহুল পরিচিত নাম হিসেবে সুনাম অর্জন করেছেন, যা দিনকে দিন বেড়েই চলছে।