ডাক্তার, ঢাকা
ডাক্তার সৈয়দা মার্জিয়া কাজল টুসি এক অনুপ্রেরণীয় নারী। তিনি ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে ২০১৭ সালে এমবিবিএস ও ইন্টার্নশিপ শেষ করে ঢাকা মেডিকেল কলেজে তার কর্ম জীবন শুরু করেন। এখানে তিনি ৬ মাস মেডিসিন বিভাগে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি আইসিডিডিআর,বি-তে প্রোজেক্ট রিসার্চ ফিজিশিয়ান হিসাবে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। শুরুতে তিনি খুব সাধারন একজন নারী হলেও বর্তমানে তার কাজ আর সফলতা দিয়ে নিজেকে করেছেন অনন্য। তার সন্তানেরাও ডাক্তার মার্জিয়া নামে তাদের মাকে পরিচয় দিতে গর্ববোধ করে।