EN | BN

সোহানা সিদ্দিকী চুমকি

উদ্যোক্তা, ঢাকা

ঢাকার সোহানা সিদ্দিকী চুমকি শুরুতে শুধু একজন গৃহিণী ছিলেন। করোনা মহামারির সময়ে মানুষের বাইরে বের হতে না পারার অপারগতা তার মাথায় ফুড ডেলিভারি বিজনেসের কথা মাথায় আনে। ধীরে ধীরে তিনি ক্রেতাদের বিশ্বাস অর্জন করতে শুরু করেন। সেই সাথে ভালো ভালো রিভিউও আসতে থাকে। এই কাজের পাশাপাশি তিনি “উই” গ্রুপ এ যুক্ত আছেন। এই সম্পৃক্ততার বদৌলতে তিনি এক সময় পুরাতন ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সকলের কাছে সোহানা সিদ্দিকী চুমকি একটি ভরসার নাম। তার ভালো লাগে, যখন কেউ তাকে তার নামে সম্বোধন করে। উই এর মাধ্যমে আরও অন্যান্য উদ্যোক্তাদের নিয়ে এখন তার একটি আলাদা দুনিয়া তৈরি হয়ে গিয়েছে, যেখানে তিনি সবার কাছে তার নিজের নামেই পরিচিত।