EN | BN

সাহানা সুলতানা

ব্যবসা, ঢাকা

ঢাকার সাহানা সুলতানা ২০২০ সালের জানুয়ারিতেই অনলাইন পেজের মাধ্যমে তার ব্যবসা শুরু করেন। শুরুতে তিনি বিভিন্ন লেডিস আইটেম নিয়ে তার যাত্রা শুরু করেন। তিনি বেশ কয়েকবার তার পণ্য নিয়ে ফেসবুক লাইভে আসেন, যা ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। কিন্তু তার এই সফলতা খুব বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র এক মাসের মধ্যেই করোনা মহামারি আঘাত হানে। ফলে, অর্ডারের পরিমাণ অনেক কমে যায়। এতে করে তার ব্যবসায় মন্দা দেখা দেয়। তার পরিবার আর্থিকভাবে তার উপর নির্ভরশীল ছিল, ব্যবসায় মন্দা দেখা দেওয়ার কারনে যা ব্যাপকভাবে প্রভাবিত হয়। এমন একসময় তিনি লক্ষ করেন, আচারের জন্য ক্রেতাদের মধ্যে ব্যাপক সমাদর বিদ্যমান। তাই, তিনি একদিন তার বাসায় বানানো আচারের একটি পোস্ট দেন। পোস্ট অনেক সাড়া ফেলে এবং তিনি অনেক জায়গা থেকে অর্ডার পেতে শুরু করেন। তার বন্ধুরাই তাকে অনেক উৎসাহ দেয় এবং তাদের মাধমেই শুরুতে পরিচিতি ছড়াতে থাকে। এরপর থেকে তিনি বাসায় ভাল কিছু রান্না করলেই সেটা নিয়ে পোস্ট দেন। কিন্তু এই অর্ডারগুলি নিয়মিত আসতো না। তাই সেখান থেকে অফিস লাঞ্চের বিষয়টি তার মাথায় আসে, যেটা এখনও তিনি সফলতার সাথে চালিয়ে যাচ্ছেন। তিনি ভাল ছবি তুলতে পারতেন না। তবুও তিনি তার এই অপারগতা কাটিয়ে সাহস করে ছবি তুলে অনলাইনে ব্যবসা শুরু করেছেন। পুরান ঢাকার বাসিন্দা হওয়ায় স্বভাবগত ভাবেই তিনি অনেক খাবার নিয়ে অনেক উৎসুক। তার ইচ্ছা, এই এলাকার বিভিন্ন অচেনা খাবার সকলের মধ্যে ছড়িয়ে পুরান ঢাকার খাবারকে আরও ভাল ভাবে পরিচিত করা। এভাবেই, সাহানা সুলতানা তার সফল উদ্যোগ ও সততার মাধ্যমে সকলের কাছে পরিচিত হয়েছেন।