EN | BN

আনিকা তাবাসসুম

গীতিশিল্পী, ঢাকা

ইচ্ছা থাকলে যে জীবনে সকল বাধা পার করা সম্ভব তার একটি উজ্জল উদাহরন ঢাকার আনিকা তাবাসসুম। এক অত্যন্ত গরিব ঘরে জন্ম নেন আনিকা। মেয়ে হয়ে জন্মানোর কারনে বেড়ে ওঠার পথে বাবার অবহেলা ছিল তার নিত্যসঙ্গী। দুর্ভাগ্য শুধু এখানেই থামেনি, টাইফয়েডে আক্রান্ত হয়ে তিনি তার দৃষ্টিশক্তি হারান খুব কম বয়সেই। এত বাধার পরও তিনি থেমে যাননি। গানের প্রতি তার অসম্ভব ভালো লাগা কাজ করতো। হতে চেয়েছিলেন শিল্পী। কিন্তু পরিবার তার এই সপ্নকে কখনোই সমর্থন করে নি। শুধু তার ফুফাতো ভাই আর তার মেজ বোন তাকে রেডিও উপহার দিয়ে তার পাশে থাকার চেষ্টা করেছেন। আর সেই রেডিও শুনে শুনে তিনি গান চর্চা করে গিয়েছেন। বিভিন্ন রেডিও চ্যানেলে ফোন দিয়ে তার ইচ্ছার কথা বলতে থাকলে একদিন “কালার এফ এম” থেকে তার রেডিও জকি হবার প্রস্তাব আসে। এরপর তারাই তার প্রথম কভার গান বের করে। এর পর পিসি দা নিউইয়র্ক নামক এক ইউটিউব চ্যানেল তার ৪টি কভার গান বের করে। এর পর গীতিকার জাভেদ মাহবুব জনি তার প্রথম মৌলিক গান “জোনাক পোকা” বের করেন, যা অনেক সাড়া জাগাতে সক্ষম হয়। এর পর মাই টিভিতে “আমরাও পারি” নামক অনুষ্ঠানে তাকে নিয়ে একটি পর্ব বের হয়। তার পর থেকে তাকে নিয়ে বিভিন্ন সংবাদপত্রে ও নানান জায়গায় আলোচনা হতে থাকে। এখন, তার গানের জন্য একটি স্বতন্ত্র ফেসবুক পেজ রয়েছে যেখান থেকে তিনি অসংখ্য ভক্তদের থেকে ভালবাসা ও অনুপ্রেরণা পেয়ে যাচ্ছেন। এভাবেই কঠিন সংগ্রাম করে আজ আনিকা তাবাসসুম নিজেকে একজন গীতিশিল্পী হিসাবে সকলের কাছে নিজেকে তুলে ধরতে পেরেছেন।