উদ্যোক্তা, ঝিনাইদহ
ঝিনাইদহের উদ্যোক্তা ও সমাজ সেবক শামিম আরা দিপা পাট-ভিত্তিক পণ্য নিয়ে কাজ করে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন। পাশাপাশি, তিনি বাংলাদেশ পাট মন্ত্রণালয়ের সাথেও কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে ২০০ জন স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি নিজে বিভিন্ন গ্রামে গিয়ে তাদেরকে খুঁজে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন এবং এই পাট জাতীয় পণ্য তৈরি করে স্বনির্ভর হওয়ার শিক্ষা দিয়ে থাকেন। এভাবে অসহায় নারীদের সাহায্য করতে পারার বিষয়টি নিয়ে তিনি অনেক গর্ববোধ করেন। করোনার মধ্যেও তিনি বিভিন্ন বড় বড় কর্পোরেট অর্ডার পেয়েছেন। তার পাটের পণ্য ৯টি দেশে রপ্তানির পাশাপাশি দেশে পাইকারি ও বিভিন্ন শোরুমে বিক্রি হচ্ছে। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথেও কাজ করছেন। তিনি পাট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে থাকা পাটের ফাইলটি উপহার হিসাবে দেন। এছারাও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ও বিদেশে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন মেলা ও এক্সিবিশনে তাদের নিজেদের তৈরি পণ্য দেখিয়ে দেশ বিদেশে পাটের মত পরিবেশবান্ধব পণ্যকে চিনিয়েছেন। তার এই সফল উদ্যোগের মাধ্যমে তিনি একই সাথে দেশ ও সমাজের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন।