EN | BN

জয়নব মোস্তফা মিম

কেক মেকার, ঢাকা

কেক বানানো একসময় মিমের কাছে নেশার মতো ছিল। এই নেশাই এখন তার পেশা। পড়াশোনার পাশাপাশি নিজের অনলাইনভিত্তিক উদ্যোগ ‘Cake Diaries by Mim’ নিয়ে এগিয়ে যাচ্ছেন। করোনার সময় হাতে যখন অনেক সময় থাকতো তখন হঠাৎ একদিন কেক বানাতে গিয়ে মিমের মনে হলো, তিনি তো এই কেক বিক্রিও করতে পারেন। এতে তার ইনকামও হবে, সাথে একটা পরিচয়ও তৈরি হবে। সেই থেকেই পথচলা শুরু। ফেসবুকে নিজের একটা পেজ খুলেন এবং এলাকার মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পান। ধীরে ধীরে তার উদ্যোগ এলাকা ছাড়িয়ে পুরো শহরে জনপ্রিয় হয়ে ওঠে। মিম চেষ্টা করেন কেকের মূল্য সবার সাধ্যের ভেতর রাখতে সেজন্য সবার কাছে তার গ্রহণযোগ্যতাও বেশি। আগে সবাই মিমকে তার বাবার পরিচয়েই চিনতো, কিন্তু এই উদ্যোগের পর থেকে সবাই তাকে মিম হিসেবেই চেনে। আর পরিবারও অনেক গর্বিত এখন তাকে নিয়ে। মিমের ইচ্ছা, নারীরা যেন পড়াশোনার পাশাপাশি নিজের কোনো উদ্যোগ নিয়ে কাজ করে। এতে করে তারা অন্যদের চেয়ে এগিয়ে থাকবে এবং ভবিষ্যতের পথচলা আরও সমৃদ্ধ হবে।