EN | BN

আসমা আক্তার ঝর্না

গ্রোসারি স্টোর ওনার, ঢাকা

ঝর্না সবসময়ই নিজে কিছু করতে চাইতেন, কিন্তু অন্যের অধীনে চাকরি করলে তো ইচ্ছামতো ছুটি নেয়া বা চলা সম্ভব না। এরকম পরাধীনতার জন্য তাই চাকরির কথা ভাবেননি কখনো। কিন্তু স্বামীর আয় রোজগার কম হওয়ায় সংসারের হাল ধরাটাও জরুরি ছিল। সেই প্রয়োজনের তাগিদ ও নিজের স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা থেকেই তার উদ্যোক্তা হয়ে ওঠা। মানুষের অনেক কথাই ঝর্নাকে প্রতিনিয়ত শুনতে হতো- যেমন, স্বামী আর ছেলে থাকতেও মেয়ে হয়ে তিনি কেন দোকানে বসবেন! কিন্তু আজ ৩ বছর হলো সফলতার সাথে তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন, সাথে সাথে সবাইকে এই উত্তরও দিতে পেরেছেন যে, সংসার চালানোর দায়িত্ব শুধু বাসার ছেলে বা স্বামীর একার না। আর এজন্যই এখন সবাই তাকে স্বামীর নামে না, বরং ঝর্না হিসেবেই চেনে। ঝর্না চান, নারীরা স্বাধীনভাবে উদ্যোগ নিয়ে কাজ করুক। নিজের যে কাজ ভালো লাগে সেটাই করুক, কিন্তু তাও নিজের পায়ে দাঁড়াক। কারণ, নিজে আয় করলেই নারীদের সত্যিকার স্বাধীনতা আসে।