EN | BN

মরিয়াম আকতার রুনা

বিউটিশিয়ান, চট্টগ্রাম

আর্থিক স্বাবলম্বিতা না থাকায় নারী নিজের খরচের জন্য বাবা, ভাই কিংবা স্বামীর উপর নির্ভরশীল হলে তাকে অনেক কথা শুনতে হয়, অনেক জবাবদিহি করতে হয়। ছোটবেলা থেকেই নারীদের এমন পরিস্থিতি দেখে রুনার মনে হতো, অন্যের দ্বারস্থ হয়ে খুব বেশিদিন জীবন কাটানো যাবে না। ভেতরে একটা জেদ তৈরি হয় যে, নিজেকে এমনভাবে গড়ে তুলবেন, যেন টাকার জন্য কারো কাছে হাত পাততে না হয়। ফ্যামিলি পড়াশোনা করানোর বিপক্ষে থাকায়, ক্লাস সেভেন থেকে টিউশনি করিয়ে রুনা নিজেই নিজের পড়াশোনার খরচ চালাতেন। এখান থেকেই টাকা জমিয়ে এসএসসি’র পর বিউটিফিকেশন কোর্স করে ২০১৬ থেকে শুরু করেন তার নিজের উদ্যোগ ‘রুনা’স বিউটি পার্লার’। বাবার পরিচয়কে ছাপিয়ে তিনি এখন রুনা নামে পুরো শহরে পরিচিত।