EN | BN

মোসা: আরিফা খাতুন

ক্লোদিং বিজনেস ওনার, গাইবান্ধা

অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের জন্য কিছু করার ইচ্ছা থেকেই আরিফার উদ্যোক্তা হওয়া। সেজন্যই, কলেজের পড়াশোনার পাশাপাশি শুরু করেছিলেন নিজের উদ্যোগ। ফেসবুকে একটা গ্রুপের মাধ্যমে নিজের কাজের ছবি আপলোড দেয়ার পর বেশকিছু অর্ডারও পেয়ে যান। সেই থেকে শুরু। বর্তমানে ছোট বোনকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন। বাজার থেকে গজ কাপড় কিনে আনেন। এরপর অর্ডার অনুযায়ী পাঞ্জাবি, জামা, শাড়ি যেটাই হোক- আরিফার ছোট বোন তা নিজের সেলাই মেশিনে তৈরি করে এবং আরিফা ডিজাইনের কাজ করেন। বর্তমানে এই উদ্যোগের পাশাপাশি তিনি গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিচ্ছেন, যেন নিজের ক্যারিয়ারকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন। একটা সময় বাবার নামে সবাই চিনলেও এখন আরিফা নামেই সবাই তাকে চেনে।