EN | BN

সাঈদা নাছরিন

বুটিক ব্যবসায়ী, পঞ্চগড়

এসএসসি পাশ করার কিছুদিনের মধ্যেই সাঈদার বিয়ে হয়ে যায়। স্বামী বিদেশে থাকতেন, তিনি দেশে। এভাবেই তার সংসার জীবনের ১১ বছর কেটে যায় স্বামীর পরিচয়ের আড়ালেই। হঠাৎ করোনায় স্বামী মারা গেলে সাঈদা দিশেহারা হয়ে যান। নিজের বাবা-মার কাছে তাকে ফিরে আসতে হয়। মানুষের আর্থিক স্বাবলম্বিতা কতটা জরুরি, খুব ভালোমতো বুঝতে পারেন। ঠিক তখনই খোঁজ পান একটা সরকারি অফিসের, যেখানে বুটিকের কাজের জন্য প্রশিক্ষণ দেয়া হয়। সেখানে ৩ মাসের ট্রেনিং নিয়ে শুরু করেন তার নিজের উদ্যোগ। বর্তমানে তার ব্যবসার এত প্রসার হয়েছে যে, বাসায় এসে মানুষ কাজের অর্ডার দিয়ে যাচ্ছে। সুতা দিয়ে করা সাঈদার নকশিকাঁথার ডিজাইন কাস্টমারদের সবচেয়ে পছন্দ। একটা সময় ছিল যখন মোবাইলে টাকা লোড করতে হলেও চিন্তা করতে হতো পরের দিন কীভাবে চলবেন। কিন্তু এখন আর এসব নিয়ে ভাবতে হয় না। সাঈদা কখনোই চিন্তা করেননি জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু এখন নিজেকে নিয়ে তার গর্ববোধ হয়। বর্তমানে আর অন্য কারো পরিচয়ের আড়ালে নয়, বরং নিজের নামেই সবার কাছে পরিচিত সাঈদা।