পাখি ও গাছ ব্যবসায়ী, ব্রাহ্মণবাড়িয়া
মাত্র এক জোড়া পাখি নিয়ে শুরু করা জ্যোতির পাখির ফার্মে এখন প্রায় ২ লাখ টাকার পাখি আছে। ২০১৫ সালে তার মিসক্যারেজের পর যখন প্রায় দিশেহারা হয়ে গিয়েছিলেন, ঠিক তখনই উপহার পাওয়া এক জোড়া পাখি যেন জ্যোতিকে নতুনভাবে জীবনের আলো দেখায়। এই উদ্যোগের পাশাপাশি গাছের নার্সারিও তৈরি করেছেন সময়ের সাথে। প্রতিবন্ধকতাও ছিল অনেক। পাখির পালক বা গাছের পাতা আশেপাশের ছাদে পড়লে প্রায়ই কথা শুনতে হতো। কিন্তু কারো কটু কথায় কান না দিয়ে জ্যোতি চেষ্টা করে গেছেন। বিয়ের আগে বাবার নামে আর বিয়ের পরে স্বামীর নামেই সবাই তাকে চিনতো। সময়ের সাথে আপ্রাণ চেষ্টায় এখন জ্যোতি নিজের নামেই সবার কাছে পরিচিত।