EN | BN

প্রজ্ঞা পৃথিবী

গ্রাফিক ডিজাইনার, যশোর

ছোটবেলা থেকেই ডিজাইন ও কম্পিউটার নিয়ে প্রজ্ঞার বেশ আগ্রহ ছিল। অনার্স পড়তে পড়তেই বিয়ে হয়ে যাওয়ায় সংসার শুরু করেন। সংসারের পাশাপাশি নিজেও স্বাবলম্বী হতে চাচ্ছিলেন। তাই নিজের ছোটবেলার আগ্রহকে কাজে লাগিয়ে গ্রাফিক ডিজাইন নিয়ে সরকারি কোর্স করেন। এরপর গ্রাফিক ডিজাইনার হিসেবে ‘Chaldal’-এ জীবনের প্রথম চাকরিও পেয়ে যান। প্রায় আড়াই বছর ধরে এখানেই কাজ করছেন প্রজ্ঞা। সংসার ও চাকরি একসাথে সামলানো খুব সহজ না হলেও, হাল ছাড়েননি কখনো। লকডাউনে এমনও সময় গেছে যখন বাসা থেকে ৭ কিলো হেঁটে অফিস যেতে হতো এবং সারাদিন কাজ শেষ করে আবার হেঁটেই বাসায় ফিরতেন। বাসায় ফিরে সংসারের যাবতীয় কাজও করতেন। সাহসের সাথে সবকিছুই এক হাতে সামলিয়ে আজ এতদূর এসেছেন প্রজ্ঞা। তাই এখন আর অন্যের নামে নয়, বরং সবাই তাকে প্রজ্ঞা নামেই চেনে।