হ্যান্ডিক্রাফটস বিজনেস ওনার, শরীয়তপুর
ছোটবেলা থেকেই পরিবারের সবাই চাইতো ফারহানাকে ডাক্তার বানাতে, কিন্তু তা সম্ভব হয়নি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ থেকে। এরকম একটা বিষয় নিয়ে পড়াশোনা করায় ফারহানার ইচ্ছা ছিল গবেষক হওয়ার। কিন্তু নানা প্রতিকূলতায় তাও সম্ভব হয়নি। এভাবে কোনো কাজ ছাড়া যখন প্রায় নিজেকে হারিয়েই ফেলছিলেন, ঠিক তখনই খোঁজ পান ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট’-এর। এখানে উদ্যোক্তা হওয়ার নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাস ফিরে পান নতুন করে কিছু করার। সেই থেকে ২০২০ সালের জানুয়ারিতে শুরু করেন নিজস্ব উদ্যোগ ‘Farhana's Dream’। শুরু করেছিলেন মূলত নকশীকাঁথা নিয়ে। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অংশ নকশীকাঁথাকে সবার মাঝে আরও পরিচিত করে তোলাই ছিল ফারহানার অন্যতম লক্ষ্য। উদ্যোগ শুরু করতে না করতেই শুরু হয় করোনার প্রকোপ। দমে না গিয়ে নিয়মিত চেষ্টা করতে থাকেন ব্যবসা এগিয়ে নেওয়ার। তারই ধারাবাহিকতায় দেশের গণ্ডি পেরিয়ে আরও ৯টি দেশে তার উদ্যোগ পৌঁছে গেছে। পরবর্তীতে তার উদ্যোগে যুক্ত হয় আরও নানা ধরনের সূচিশিল্পের পোশাক ও ঘর সাজানোর পণ্য। বর্তমানে নিজের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সমান তালে দেশ-বিদেশের জন্য নতুন নতুন পণ্য তুলে ধরার চেষ্টা করছেন ফারহানা। বিয়ের আগে বাবার পরিচয়ে আর বিয়ের পরে স্বামীর পরিচয়ে কিংবা কখনো সেজো বউ কখনো আবার ছেলের মা হিসেবেই ফারহানাকে চিনতো সবাই। এই সকল নামের আড়ালে হারিয়ে গিয়েছিল ফারহানার নিজের নাম। কিন্তু বর্তমানে নিজের উদ্যোগের পর থেকে সব পরিচয় ছাপিয়ে এখন ফারহানা নামেই সবার কাছে পরিচিত তিনি।