EN | BN

পূরবী সরকার

ক্লোদিং বিজনেস ওনার, রাজশাহী

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে গবেষক হিসেবে কাজ করতেন পূরবী। পড়াশোনা শেষে বহুজাতিক কোম্পানিতে অ্যাসিসটেন্ট ম্যানেজার হিসেবে কাজ করা শুরু করেন। ২০১৪ সালের ডিসেম্বরে সন্তানের জন্য স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন। এরপর সংসারই সামলাচ্ছিলেন। তখনই খেয়াল করলেন তার নিজের নাম যেন কোথায় হারিয়ে গেছে। কেউ এখন আর তাকে পূরবী নয় বরং তার ছেলের মা হিসেবেই চেনে। ঠিক করলেন নতুন করে পথচলা দরকার। ২০২০ সালে শুরু করলেন নিজের শহরের ঐতিহ্য রাজশাহী সিল্ক নিয়ে অনলাইনভিত্তিক ব্যবসার পেজ ‘Arshi Business Center’। এছারাও খেজুড়ের গুড়, আম ও নানা মিষ্টির ব্যবসাও আছে তার। অনলাইনের পাশাপাশি তিনি অফলাইনেও ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগ শুরু করার পর নিজের ফেসবুক পেজের মাধ্যমে তার ভালো পরিচিতি তৈরি হয়। এখন সবাই তাকে অন্য কারো পরিচয় নয়, বরং পূরবী নামেই চেনে।