EN | BN

নাছিমা আক্তার মুন্নী

ক্লাউড কিচেন ওনার, বরিশাল

প্রিয়জনদের রান্না করে খাওয়াতে সবসময়ই পছন্দ করতেন মুন্নী। পরিচিত মহলে তার রান্নার প্রশংসা হতো সবসময়ই। একদিন তার রান্না খেয়ে একজন শুভাকাঙ্ক্ষী তাকে অনলাইন বিজনেস শুরু করার আইডিয়া দিলেন। মুন্নীও বেশ আগ্রহী হলেন। তারপর ২০১৫ সাল থেকে অল্প অল্প করে শুরু করলেন তার নিজের অনলাইনভিত্তিক রান্নার উদ্যোগ ‘Roshona Bilash’। শুরু থেকেই তার লক্ষ্য ছিল পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করার। এজন্যই ক্রেতারাও তার খাবারের মান নিয়ে সবসময় নিশ্চিন্তে থাকেন। এভাবেই স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা নিয়েই ব্যবসাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান। একসময় মুন্নীকে তার বাবার পরিচয় ছাড়া আলাদাভাবে কেউই চিনতো না, কিন্তু এখন এই উদ্যোগের পর সবাই তাকে নিজের নামেই চেনে।