EN | BN

আয়সা মুন্নী

ইয়োগা কোচ, পিরোজপুর

মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যায় মুন্নীর। ১৪ বছরেই মা হন। কিন্তু ভাগ্যের পরিক্রমায় মাত্র ১৯ বছরেই তার স্বামী মারা যান। মুন্নীর ছেলের বয়স তখন ৩ এবং মেয়ের ২ বছর ২ মাস। এত অল্প বয়সেই জীবনের এত চড়াই-উৎরাই পার করেও থেমে থাকেননি কখনো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কমপ্লিট করেন। চাকরির প্রয়োজনে এমপিএইচ করেন। কাজ করতেন একটি হাসপাতালের সিইও হিসেবে। কর্পোরেট জীবন থেকে ২০০০ সালে ইয়োগা নিয়ে ডিপ্লোমা করার মাধ্যমে তার নতুন পথচলা শুরু হয়। এরপর ধীরে ধীরে গ্র্যাজুয়েশনও করেন। বর্তমানে ইয়োগা নিয়ে পিএইচডি ও মাস্টার্স করছেন। এর পাশাপাশি তিনি একজন প্রথম সারির লং ডিসটেন্স রানারও। ছেলেকে ডাক্তার আর মেয়েকে আইবিএ থেকে পড়াশোনা করিয়েছেন। আজ তারাও নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত। জীবনের কঠিন সময়টায় ভেঙে না পড়ে তিনি যেভাবে এগিয়ে গিয়েছেন, মুন্নী চান তার আশেপাশের মানুষজনকেও এই ব্যাপারে উৎসাহ দিতে। এজন্যই আজ প্রায় ২০ বছর ধরে ইয়োগা ও সেলফ মোটিভেশন নিয়ে কাজ করছেন তিনি। একসময় সবাই বাবার নামেই তাকে চিনলেও আজ মুন্নী সক্ষম হয়েছেন নিজের পরিচয় তৈরি করতে। এখন সবাই তাকে তার নামেই চেনে।