পুলিশ সার্জেন্ট, পঞ্চগড়
শারমিন খেয়াল করেন যে, বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদেরকে কেউ কখনো তাদের নিজস্ব পরিচয়ে চেনে না। বাবা, স্বামী কিংবা ছেলে, কারো না কারো পরিচয়ে একজন মেয়েকে বাঁচতে হয়। এক পর্যায়ে দেখলেন তাকেও কেউ চেনে না। বাবার পরিচয়েই বড় হচ্ছেন। তখনই বুঝতে পারলেন নিজের পায়ে না দাঁড়ালে তার পরিচয় এভাবেই অন্যের আড়ালে থেকে যাবে। শারমিনের চেষ্টা তাকে সুযোগ করে দিলো বাংলাদেশ পুলিশে যোগ দেয়ার। ২০১৫ সালে প্রথম নারী সার্জেন্ট হিসেবে যোগদান করেন ‘বাংলাদেশ পুলিশ’-এ। তার সাথে যোগদান করেন আরও ২৮ জন নারী, যা ছিল বাংলাদেশে নারীদের জন্য এক অনন্য মাইলফলক। বর্তমানে কাজ করছেন পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে। এখন সারা বাংলাদেশ তাকে নিজের পরিচয়ে চেনে, সার্জেন্ট শারমিন।