EN | BN

নিশা মাহাবুবা সালাম

ইভেন্ট প্ল্যানার ও রেস্টুরেন্ট ওনার, মানিকগঞ্জ

ভার্সিটি সেকেন্ড ইয়ার থেকেই রাস্তার ধারে ফুড কার্টের ব্যবসা দিয়ে নিশার পথচলা শুরু। একটু একটু করে আজ ঢাকায় ৩টি রেস্টুরেন্টের মালিক তিনি। এর পাশাপাশি গত দুইবছর ধরে কাজ করছেন নিজের ইভেন্ট প্ল্যানিং ফার্ম নিয়ে। ইভেন্ট ম্যানেজমেন্টে প্রায়ই বেশ রাত হয়ে যায় কাজ গুছিয়ে উঠতে। আর তাই পরিবার, সমাজ কিংবা পারিপার্শ্বিক অবস্থা নারীদের এক্ষেত্রে কাজ করাকে খুব একটা ইতিবাচক চোখে না দেখলেও নিজের পরিবারের সাপোর্ট সবসময়ই পেয়েছেন নিশা। আর তাই ঢাকার বড় বড় হলগুলোয় নানা ধরনের ইভেন্ট সফলতার সাথেই প্ল্যান করেছেন। এখন পুরোদমে কাজ করছেন নিজের রেস্টুরেন্ট ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রসারের জন্য। জীবনের একটা সময় পর্যন্ত নিজের পরিচয় বলতে শুধু বাবার পরিচয়ই ছিল। কিন্তু নিজের উদ্যোগের পর থেকে এখন সবাই তাকে ‘সুইটসিন কফি’-এর নিশা বা ‘ইভেন্ট সাজাই’-এর নিশা হিসেবেই চেনে।