সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ঢাকা
ছোট থেকেই শারমিন খেয়াল করেন সমাজে পথশিশুরা অনেক অবহেলিত। সবসময়ই তার মনে হতো কেন আরেকজন শিশু তার মতো সমান অধিকার, বিশেষ করে শিক্ষার সুযোগ পাবে না! তখন থেকেই শপথ নেন বড় হয়ে পথশিশুদের জন্য কিছু করার সাধ্যমতো চেষ্টা করবেন । সেই চিন্তা থেকেই শারমিন হয়ে উঠেন পথশিশুদের শিক্ষক। যে সকল দুস্থ শিশুদের পড়াশোনায় আগ্রহ আছে কিন্তু সেভাবে সুযোগ পায় না, তাদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন আজ ১৬ বছর ধরে। এছাড়াও শিশু কমিটির সদস্য সচিব হিসেবে ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এর সাথে কাজ করছেন ৮ বছর ধরে। এর পাশাপাশি এলাকার শিশুদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকেন শারমিন। দুস্থ ও পথশিশুদের চিকিৎসার খরচ, পড়াশোনার খরচ ইত্যাদি দিয়ে সাহায্য করেন। এলাকায় শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্যেও তিনি কাজ করছেন। ছোটবেলা থেকে তার নিজের কোনো আলাদা পরিচয় ছিল না। বাবার পরিচয়েই সবাই চিনতো তাকে। কিন্তু এখন সবাই শারমিন নামেই চেনে তাকে।