EN | BN

সাবিনা ইয়াসমিন

ইংলিশ ইন্সট্রাকটর, ঢাকা

সাবিনা নিজের ফেসবুক ও ইউটিউব পেজ ‘English with Sabina’- তৈরি করেছেন দেশ ও দেশের বাইরে থাকা বাংলাদেশিদের জন্য, যারা ইংরেজি ভাষায় একটু দূর্বল। ৬ থেকে ৬০ পর্যন্ত যেকোনো বছরের মানুষই যেন আগ্রহ থাকলে শিখতে পারে সে চেষ্টাই করেন তিনি। এর পাশাপাশি অনেকেই আছেন যারা দেশের বাইরে গিয়ে প্রোপার অ্যাকসেন্টে কথা বলতে চান। সেক্ষেত্রে তাদের জন্যও আলাদা করে কাজ করছেন তিনি। সবার কাছ থেকে শুধু ভালোবাসা না বরং তার সাথে যে সম্মান পান নিজের কাজের জন্য, তা নিজের উদ্যোগকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আরও আত্মবিশ্বাসী করে তুলে তাকে। এলাকায় সাবিনার বাবার আলাদা সম্মান আছে। সেই সূত্র ধরে সবাই তাকে বাবার পরিচয়ে মোল্লা সাহেবের মেয়ে বলেই ডাকতো। কিন্তু নিজের এই উদ্যোগের পর এখন রাস্তায় তাকে দেখলেই সবাই যখন বলে, ‘আপনি ‘English with Sabina’-এর সাবিনা ইয়াসমিন না!?’ তখন তার মনে হয়, আসলেই নিজের নামকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।