অনলাইনভিত্তিক বিজনেস ওনার, ঢাকা
ছোট থেকেই রওশনের ইচ্ছা ছিল ব্যবসা করার। ইচ্ছা থাকলেও কখনোই কারো সাপোর্ট পাননি। কিন্তু তাই বলে তো থেমে থাকা যায় না। দুনিয়া জুড়েই কে-পপের জনপ্রিয়তা বাড়তে দেখে নিজের সুপ্ত বাসনার তাগিদেই একদিন মেয়েকে বলেন কে-পপ নিয়ে তার বিজনেস আইডিয়ার কথা। আর দেরি না করে ২০২০ সাল থেকেই ক্ষুদ্র পরিসরে শুরু করেন নিজের অনলাইনভিত্তিক বিজনেস পেজ ‘BD Kpop Corner’। শুরুতে নিজেই ডেলিভারি করলেও, ব্যবসার প্রসারের সাথে সাথে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি শুরু করেন। করোনার সময় যখন অনেকেই দেশের বাইরে থেকে জিনিস আনতে পারছিল না তখনও থেমে থাকেননি রওশন। বন্ধুদের সাহায্যে ডিরেক্ট কোরিয়া থেকে আনতে না পারলেও অন্য দেশ হয়ে তার প্রোডাক্ট আনতেন। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। এতদিন বাবার পরিচয়ের আড়ালেই লুকিয়ে ছিল তার পরিচয়। কিন্তু আজ যখন সবাই তার উদ্যোগের জন্য তাকে রওশন হিসেবেই চেনে, তখন নিজের কাজ ও নিজেকে নিয়ে তিনি গর্ববোধ করেন।