EN | BN

জেনিফার বিনতে হক

পুষ্টিবিদ, ঢাকা

২০১১ সালে গ্রিন লাইফ হাসপাতালে পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে ক্যারিয়ার শুরু করেন জেনিফার। ২০২০ সালের দিকে করোনার সময়টায় খেয়াল করেন তার অনেক পরিচিত মানুষই পরামর্শের জন্য অনলাইনে তাকে খুঁজছে। ‘Nutritionist Jennifer Binte Haque’ নামে একটা ফেসবুক পেজ আগে থেকেই ছিল, কিন্তু কাজের চাপে পেজে নিয়মিত ছিলেন না। প্রথমে অনেক দ্বিধায় ছিলেন, যে মানুষ অনলাইনে সেবা নিবে কি না, তাকে চিনতে পারবে কি না! কিন্তু যখন থেকে তিনি নিয়মিত লাইভ করা শুরু করলেন এবং মানুষের প্রশ্নের উত্তর দেয়া শুরু করলেন, তখন একটা আত্মবিশ্বাস তৈরি হলো যে অনলাইনেও পুষ্টিবিদ হওয়া সম্ভব। করোনার সময়ে মানুষের চাহিদার কারণেই আজ তার পেজের ফলোয়ার প্রায় ১ লক্ষ ৫১ হাজারের মতো। এভাবেই জেনিফারের অনলাইনভিত্তিক পুষ্টিসেবা দেয়ার যাত্রা শুরু। শুধু দেশের মানুষই নয় বরং প্রবাসীদেরও পরামর্শ দিচ্ছেন তিনি। বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় ছোট থেকে সবাই প্রফেসর সাহেবের মেয়ে হিসেবেই তাকে চিনতো। কিন্তু অনলাইনভিত্তিক সেবা দেয়া শুরু করার পর থেকেই সবার মাঝে তিনি নিজের একটা নতুন পরিচয় তৈরি করতে পেরেছেন। এখন সবাই তাকে পুষ্টিবিদ জেনিফার হিসেবেই চেনে।