EN | BN

ফারিয়া আলম রম

ফ্যাশন ডিজাইনার, ঢাকা

ভার্সিটিতে ভর্তির সময়ে নিতান্তই ইচ্ছার বশে ফ্যাশন ডিজাইনিং কোর্সে ভর্তি হওয়া। তখনো ভাবেননি যে একসময় এটাই তার পেশা হয়ে উঠবে। ৩য় বর্ষে পড়ার সময়ে অনলাইনের বিজনেস শুরু করলেও তা খুব বেশিদিন চলেনি। কেননা কাস্টমারের সাথে দরদাম করা ফারিয়ার পছন্দ ছিল না। তাই চাকরি করা শুরু করেন। কর্মস্থল থেকে বাসা দূরে হওয়ায় বেশ কষ্টই হতো, কিন্তু তাও কখনো থেমে থাকেননি। কাজের জন্য আজ উত্তরা, কাল গাজীপুর, যেখানেই প্রয়োজন হোক ছুটে গেছেন। একজন নারী হয়ে এরকম পেশা বেছে নেওয়ায় অনেক কথাই শুনেছেন সমাজের। কিন্তু দমে যাননি। বর্তমানে একটা বায়িং হাউজের হেড অফ ডিজাইন অ্যান্ড মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছেন। আগে সবাই তাকে তার বাবার নামে চিনলেও এখন এলাকার সবাই মোটামুটি জানে যে, তাদের এলাকায় ফারিয়া নামের একজন ফ্যাশন ডিজাইনার থাকেন। এভাবেই নিজের চেষ্টা ও কাজ নিয়ে আরও অনেকদূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন ফারিয়া।