EN | BN

পারভীন আক্তার

তাঁতী, ঝালকাঠি

স্বামী মারা যাওয়ার পর ৩ মেয়ের একমাত্র অভিভাবক ছিলেন পারভীন আক্তার। তিনি কখনোই চাননি পরনির্ভরশীল হয়ে অন্যের পরিচয়ে বাঁচতে। তাই আজ প্রায় ১৫ বছর ধরে একা হাতেই গামছা বুনে নিজের ও পরিবারের ভরণপোষণ চালিয়ে যাচ্ছেন পারভীন। আগে সবাই তাকে তার স্বামীর নামেই বেশি চিনতো, কিন্তু এখন সবাই তাকে পারভীন নামেই চেনে। ব্যবসার ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও থেমে থাকেননি। ঋণ নিয়ে আবার নতুন উদ্যমে শুরু করেছেন। বর্তমানে বয়স হয়ে যাওয়ায় নানা শারীরিক জটিলতার শিকার হচ্ছেন। কিন্তু এজন্য মেয়েদের পড়াশোনায় যেন কোনো বাধা না আসে তাই প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন পারভীন আক্তার।