EN | BN

লাবণী আহমেদ

বুটিক ব্যবসায়ী, চাঁদপুর

পরিবারে সবার ছোট সন্তান হিসেবে খুব আদরেই শৈশব কেটেছে লাবণী আহমেদের। খুব ছোটতেই বাবা মারা যাওয়ায় মায়ের সংগ্রামী জীবন দেখে বড় হয়েছেন। মায়ের কাছ থেকে সেলাই ও ব্লক-বাটিকের কাজ শিখেছিলেন লাবণী। বিয়ের কয়েক বছর পর হঠাৎ স্বামী অসুস্থ হয়ে চাকরী হারিয়ে ফেলায় সংসারের ভরণপোষণের ভার পড়ে লাবণীর কাঁধে। নিজের অল্প কিছু সঞ্চয় ও ভাইয়ের থেকে টাকা নিয়ে মায়ের কাছ থেকে শেখা কাজের সাহায্যেই ২০১৫ সালে অনলাইনে পেইজ খুলে বুটিকের ব্যবসা শুরু করেন। খুব একটা সাড়া না পেয়ে ভাবতে থাকেন কী করা যায়! বুটিকের ব্যবসার প্রসারের জন্য একজন রক্ষণশীল পরিবারের বউ হয়েও লাবণী তখন রাস্তায়-বাজারে ঘুরেছেন, অনেক মানুষের সাথে মিশেছেন, মেলায় অংশ নিয়েছেন। কাঁধে ব্যাগ ঝুলিয়ে আত্মীয়দের বাসায় যেয়ে বিক্রয় করেছেন। সেই থেকে শুরু। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি লাবণীকে। আজ তাকে সবাই তার নিজের নামেই চেনে। নিজের নাম তৈরির এই জার্নি মোটেও সহজ ছিল না। পদে পদে অনেক কথাও শুনতে হয়েছে লাবণীকে। তবে সেগুলোকে অতিক্রম করেই আজ এই অবস্থানে এসেছেন তিনি। স্বামী ও সন্তানদের সাপোর্ট সবসময় তার সাথে ছিল। লাবণী বিশ্বাস করেন জেদ, ধৈর্য আর নিজেকে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা থাকলে মেয়েরা সব বাধাই অতিক্রম করতে পারে। এগিয়ে যাওয়ার জন্য মনোবল থাকতে হবে আর সেই সাথে জেদ থাকাটাও জরুরি। তাহলেই শীর্ষস্থানে যাওয়া সম্ভব। বর্তমানে লাবণী আহমেদের নিজের একটি শো-রুম আছে। এর পাশাপাশি তিনি অন্য নারী উদ্যোক্তাদেরও সবসময় সাহায্য করেন যেন তারাও নিজেদের নামে পরিচিত হতে পারে।