EN | BN

সাবরিনা হোসেন তন্বী

সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইঞ্জিনিয়ার, ময়মনসিংহ

বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেশায় ছেলেদের আধিক্য থাকায় একজন নারী হিসেবে এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করা বেশ চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ গ্রহণ করে ২০১১ সাল থেকে সফলতার সাথে এই পেশায় কর্মরত আছেন তন্বী। বর্তমানে দায়িত্বরত আছেন একজন সফটওয়্যার কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে। চাকরির শুরুতেই খেয়াল করেন, ‘আলাদা টয়লেট থাকতে হবে, বেশি ছুটি নিবে, কাজে মনোযোগ কম’ ইত্যাদি কিছু প্রচলিত ধারণার জন্য কিছু কোম্পানি মেয়েদের চাকরী দিতে চাননা। এছাড়া প্রায়ই রাত পর্যন্ত কাজ করতে হয় দেখে অনেক নারীও এই পেশায় আসতে চাইতো না। কিন্তু সিএসই নিয়ে পড়ার সময় থেকেই তন্বীর ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কখনোই পেশা বদল করে ব্যাংকার বা টিচার হতে চাননি। সবসময়ই ইচ্ছে ছিল শুধু বাবা-মার পরিচয়ে না, কাজের মাধ্যমে নিজের নামে পরিচিত হবেন তন্বী। আর সেজন্যই নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েও কখনো নিজের পছন্দের পেশায় নিজের নাম তৈরি করতে থেমে থাকেননি। কাজের জন্য অফিসের নির্ধারিত সময়ের বাইরেও অনেকক্ষণ সময় দিতে হতো। বেশিরভাগ সময় ছুটির দিনেও অফিসের কাজ করতে হতো। অফিসের অন্য সহকর্মীদের সাথে কাঁধ মিলিয়ে তন্বী খুব দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করেছেন। খুব ভালো মেন্টর ও সহকর্মী পেয়েছেন বলে পথ চলতে সাহস পেয়েছেন। তন্বী বিশ্বাস করেন, একজন মানুষ হিসেবে যেকোনো কাজে সেফটি বা সিকিউরিটি ইস্যু থাকতে পারে, কিন্তু শুধু মেয়ে বলেই কোনো দায়িত্ব নিতে পারবো না- এটা বললে মেয়েদের নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তার মতে, দায়িত্ব নিতে শিখলেই মেয়েরা অনেকদূর এগিয়ে যেতে পারে। রিন এমন আরও অনেক নারীর সফলতার গল্প তুলে ধরছে, যারা নিজের নামে উজ্জ্বল হওয়ার দাবিদার।