EN | BN

রোকসানা জাহান লিমা

হোমমেড ফুড বিজনেস ওনার, নরসিংদী

লকডাউনে বাসায় বসে লিমা খেয়াল করেন, করোনা আক্রান্ত মানুষের খাবারের ক্রাইসিস অনেক বেশি এবং তাদের সাহায্য করার মতোও কেউ নেই। তাই মানুষদের সাহায্য করার চিন্তা থেকেই হোমমেড খাবারের ব্যবসা শুরু করেন তিনি। এই উদ্যোগের ফলে এখন তার নিজের একটা আলাদা পরিচয় তৈরি হয়েছে। লিমাকে সবাই শুধু তার সন্তানের মা হিসেবে নয়, তার নিজের নামেই চেনে। তিনি মনে করেন, ব্যবসা করতে হলে ধৈর্যশীল হতে হবে। সেলের আশা না করে আগে কাজ করতে হবে এবং মানুষের মনে জায়গা তৈরি করতে হবে। তাহলে ব্যবসা ঠিকই ভালো হবে। রিন এমন আরও অনেক নারীর সফলতার গল্প তুলে ধরছে, যারা নিজের নামে উজ্জ্বল হওয়ার দাবিদার।