EN | BN

জারিন তাসনিম চৌধুরী

নার্সারি ওনার, ঢাকা

জারিনের শখ ছিল গাছ লাগানো। এই সুবাদে ফেসবুকের কিছু প্ল্যান্টিং গ্রুপের সাথেও যুক্ত ছিলেন। প্রায়ই দেখা যেত তার বাসায় গাছ রাখার আর জায়গা হচ্ছে না। ফেলে দিতে হচ্ছে। গ্রুপগুলো দেখে তখন জারিনের মনে হলো, চাইলে তিনি গাছ বিক্রয়ও করতে পারেন। সেখান থেকেই মূলত তার উদ্যোক্তা হয়ে ওঠা। জারিন সবসময় চাইতেন তার খরচ যেন তিনি নিজেই বহন করতে পারেন, বাবা-মার উপর যেন চাপ সৃষ্টি না হয়। এখন স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার নিজের একটা পরিচয় তৈরি হয়েছে। কাজের মাধ্যমে জারিন নিজের জন্য একটা জায়গা তৈরি করতে পেরেছেন, নিজের নামে পরিচিত হতে পেরেছেন। জারিন মনে করেন, নিজের নাম তৈরি করার জন্য আত্মবিশ্বাসী হতে হবে। কাজ করতে গেলে অনেক কথাই শুনতে হবে কিন্তু পিছপা হওয়া যাবে না। সব নেগেটিভ কথাকে অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রিন এমন আরও অনেক নারীর সফলতার গল্প তুলে ধরছে, যারা নিজের নামে উজ্জ্বল হওয়ার দাবিদার।