EN | BN

রোহানা আক্তার রত্ন

অনলাইন ব্যবসায়ী, বাগেরহাট

করোনার সময় দীর্ঘদিন বাসায় বসে থাকতে থাকতে রোহানার মনে হলো, একজন শিক্ষিত নারী হয়ে তিনি কেন এভাবে বাসায় বসে থাকবেন! অন্যের পরিচয়ে কেন পরিচিত হবেন! তার নিজের নামেই যেন সবাই চেনে এজন্য রোহানা সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তা হওয়ার। ফেসবুকে ই-কমার্স গ্রুপের মাধ্যমে তার উদ্যোগের পথচলা শুরু। শুরুটা ফ্রোজেন ও রেডি টু কুক খাবার নিয়ে করলেও এখন দেশীয় জামা-কাপড়, শাড়ি ও মাদুলি গয়না নিয়েও কাজ করছেন। বর্তমানে পরিবারকেও আর্থিকভাবে সাপোর্ট করছেন রোহানা। যখন দেখেন সবাই তাকে তার নামে চেনে তখন নিজের পরিচয় নিয়ে গর্ববোধ করেন। রোহানা মনে করেন, তার মতো যেসকল নারীরা উদ্যোক্তা হতে চান তাদের উচিত নিজের যোগ্যতা অনুযায়ী যে কাজটি তারা ভালো পারেন তা সম্পর্কে আগে ভালোমতো জেনে নেয়া। কীভাবে সেই কাজটা করলে তা সবাই পছন্দ করবে সেটা বুঝে তারপর কাজ শুরু করলে সাফল্য আসবেই।