EN | BN

মনি মিত্র

ক্লাউড কিচেন ওনার, ভোলা

আমি মনি মিত্র , আমি বাংলাদেশের দ্বীপজেলা ভোলায় বসবাস করি । আমি গৃহিনী এবং ২০২০ এর জুলাই এর দিকে ফেসবুক পেজের মাধ্যমে খাবার সেল করার মাধম্যে আমার ক্লাউড কিচেন পেটুক খানার জন্ম । এরপর ভোলায় এপভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিস ফুডপান্ডা কার্যক্রম চালু করলে য়ামার পেটুকখানাও তাদের সাথে যুক্ত হয় এবং বর্তমানে ফুডপান্ডার তথ্য মতে ভোলা জোনের বড় বড় রেস্টুরেন্টের পাশাপাশি আমার ক্লাউড কিচেনও সমান তালে ফুডপান্ডায় অর্ডার জেনারেট করছে । আমাদের ক্লাউড কিচেনের সিগনেচার ফুড হলো ভুনা খিচুড়ী এছাড়া অন্যান্য বাঙালী খাবারও পাওয়া যায় পুরো ব্যাবসাই আমি একা সামাল দিচ্ছি একাউন্টস থেকে শুরু করে বাজার এবং রান্নাবান্না , আর হ্যা পাশাপাশি নিজের ঘরের কাজ তো আছেই । হাজার হক নারি জাতি দশভুজা সব তো একাই সামাল দিতে হবে তাই আমি মনে করি আমিও ভোলার তথা এ দেশের নামকরা নারীর মধ্যে একজন ।